রাতে ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে দুই চুক্তি
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে চারদিনের সফরে সোমবার রাতে ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ। তার এ সফরে দেশটির বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়া এবং দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সোমবার রাতে ঢাকায় আসবেন। আশা করা হচ্ছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে পলিমাটি রপ্তানি ও জাহাজ চলাচলে চুক্তি হতে পারে।
এদিকে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বিজ্ঞাপন
এদিন বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারকও সই হবে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন আবদুল্লা শহীদ।
আব্দুল্লা শহীদের এই সফরে দেশটিতে অবস্থান করা বাংলাদেশিকর্মীদের বিভিন্ন সমস্যা আলোচনার টেবিলে রাখার পাশাপাশি করোনাভাইরাস মহামারির কারণে দেশে এসে আটকেপড়াদের নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরবে ঢাকা। এছাড়া ঢাকা ও মালির মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হবে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে।
গত নভেম্বরের শুরুর দিকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন আবদুল্লা শহীদ। সেই ফোনালাপে বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়ার আগ্রহ প্রকাশ করে দেশটি।
এনআই/এসএম