রাজউক ভবন/ ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন সংস্থার সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো. শফি উল হক। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের (প্রশাসন-৬) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজউকের সদ্যবিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নূর আলম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। তার জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন শফি উল হক। 

আদেশে বলা হয়, ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশের প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত সংস্থার সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো. শফি উল হককে দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এসএইচআর/এফআর