লোকসানের আশঙ্কায় ঢাকা-সিউল রুটে এখনই সরাসরি ফ্লাইট পরিচালনায় রাজি নয় বিমান / ছবি: ঢাকা পোস্ট

দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যকার ভৌগলিক নৈকট্য, উড়োজাহাজের স্বল্পতা এবং বাণিজ্যিকভাবে লাভজনক হবে না মর্মে এখনই ঢাকা-সিউলের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে রাজি নয় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ভবিষ্যতে যাত্রী ও পণ্য পরিবহন চাহিদা বাড়লে এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার কথা বিবেচনা করবে বিমান।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান সামুয়েল মুর্মু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা ও সিউলের মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর জন্য গত তিন বছর ধরে সিউলের বাংলাদেশ দূতাবাস ঢাকাস্থ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে আসছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি জানা গেছে, ঢাকা-সিউল রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রাথমিক বাজার জরিপ/সমীক্ষা শেষ করেছে। সে সঙ্গে দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যকার ভৌগলিক নৈকট্য এবং বিমান বহরে উড়োজাহাজের স্বল্পতার বিষয়টি বিবেচনা করে ‘ঢাকা-সিউল-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার বিষয়েও পৃথকভাবে সমীক্ষা পরিচালনা করেছে।

কিন্তু দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যে ৫ম মুক্ত অধিকার প্রয়োগের সুযোগ না থাকায় ওই রুটে ফ্লাইট পরিচালনা বাণিজ্যিকভাবে লাভজনক হবে না মর্মে এ সমীক্ষাগুলোতে তথ্য পাওয়া গেছে।

তবে ভবিষ্যতে যাত্রী ও পণ্য পরিবহন চাহিদার মাত্রা বাড়লে এবং বিমান বহরে উপযুক্ত উড়োজাহাজ সংযোজন সাপেক্ষে বর্ণিত রুটে ফ্লাইট পরিচালনার বিষয়টি বিমান বাংলাদেশ কর্তৃক বিবেচনা করা হবে বলেও দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনআই/এমএইচএস