৫০০ কেজি চোরাই ভুট্টাসহ নৌকা জব্দ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৫০০ কেজি ভুট্টা জব্দ করেছে নৌপুলিশ। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
রোববার (৬ মার্চ) কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু সংলগ্ন নদীর দক্ষিণ পাড় থেকে নৌকাটি জব্দ করা হয়েছে। সদরঘাট নৌ থানার এসআই মিঠুন বালার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিএম মিজানুর রহমান। তিনি বলেন,ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা হচ্ছে। এই ঘটনায় একটি নৌকা জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের কোনো জাহাজ থেকে ভুট্টাগুলো চুরি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিজ্ঞাপন
কেএম/এইচকে