চট্টগ্রাম জামালখান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় আগুনে পুড়ল
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (৬ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে নগরীর মোমিন রোডে অবস্থিত জামালখান ওয়ার্ড কার্যালয় ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, আগুনে কাউন্সিলর কার্যালয়ে চতুর্থ তলায় কিছু পুরাতন কাগজপত্র ও ডিজিটাল সেন্টারের একটি কম্পিউটার পুড়ে গেছে। ওই কক্ষে মশা মারার তেল ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, কী কারণে আগুন লেগেছে ভবনের সিসিটিভি ফুটেজ দেখে পরে বলতে পারব।
কেএম/এইচকে