বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকায় আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ তথ্য জানান। 

বৈঠকে আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা অনেক মিউচুয়াল ইস্যু নিয়ে আলাপ করেছি। আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। ব্যবসা বাড়ানো, সরাসরি জাহাজ চলাচল, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোর জন্য জয়েন্ট কমিশন করব। জনশক্তি রপ্তানি ও দুই দেশের ফরেন সার্ভিসের মধ্যে চুক্তি করব আমরা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দেশটিতে থাকা বিদেশিকর্মীদের ভ্যাকসিন প্রয়োগ করবেন; বাংলাদেশিকর্মীরাও পাবে। এটার জন্য মালদ্বীপকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওখানে নার্স পাঠাচ্ছি ভ্যাকসিনেশনের জন্য।’

কানেকটিভিটি গুরত্বপূর্ণ উল্লেখ করে মোমেন জানান, বৈঠকে জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলোতেও আলোচনা করেছে উভয়পক্ষ।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের আমন্ত্রণে চার দিনের সফরে গতকাল রাতে ঢাকায় আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। অতিরিক্ত পররাষ্ট্র সচিব মাশফি বিনতে শামস বিমানবন্দরে তাকে ঢাকায় স্বাগত জানান।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবদুল্লা শহিদের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন আবদুল্লা শহিদ।

বৈঠক শেষে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই করবে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে অবস্থান করা বাংলাদেশিকর্মীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মালদ্বীপে অবদান রাখাদের নিয়মিত করার বিষয় নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। আমরা এটা নিয়ে কাজ করব।’

ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা ৪ লাখ। দেশটিতে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন, তাদের বেশিরভাগই দেশটির নির্মাণশিল্পে কাজ করছেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে ৩ লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এরমধ্যে মালদ্বীপ থেকে ফেরত এসেছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি কর্মী।

বৈঠকে আলোচনা প্রসঙ্গে আবদুল্লা শহিদ বলেন, ‘প্রায় চার দশক ধরে ঢাকা ও মালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চলমান রয়েছে। দুই দেশের মানুষের মূল্যবোধ, সংস্কৃতিসহ অনেক বিষয়ে অনেক মিল রয়েছে। আমরা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেছি, সম্পর্ক বাড়ানো নিয়েও কথা হয়েছে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, হেলথ কেয়ার, শিক্ষা, টুরিজম অ্যান্ড কানেকটিভিটি নিয়েও আলোচনা করেছি।’ 

মালদ্বীপের হেলথ সেক্টর বিশেষ করে মেডিকেল ইন্টার্নদের জন্য বাংলাদেশ বড় একটি জায়গা বলে উল্লেখ করেন শহীদ।   

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে মালদ্বীপের পররাষ্ট্র জানান, দেশটি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হওয়া মামলায় গাম্বিয়াকে সহায়তা করবে। 

আগামী মার্চে সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানান আবদুল্লা শহিদ। এ সময় তিনি বঙ্গবন্ধু প্রসঙ্গে বলেন, ‘শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শুধু প্রেসিডেন্ট নন, তিনি বাংলাদেশের বির্নিমাণকারী; দেশকে ও দেশের মানুষকে শর্তহীনভাবে ভালোবাসা এক রাষ্ট্রনায়ক।’

গত বছরের ১৫ এপ্রিল করোনা মহামারি ইস্যুতে মালদ্বীপকে একশ মেট্রিক টন খাদ্য সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উপহার হিসেবে পাঠায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহারের জন্য বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।

এনআই/এসএম