জনশক্তি রপ্তানিসহ ঢাকা-মালে দুই সমঝোতা স্মারক সই
দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সমঝোতা স্মারক সই করেছে ঢাকা-মালে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ।
বিজ্ঞাপন
জনশক্তি চুক্তিতে বাংলাদেশের পক্ষে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন এবং ফরেন সার্ভিস একাডেমির চুক্তিতে সই করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ। আর মালদ্বীপের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব আবদুল গফুর মোহাম্মদ।
এর আগে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় বৈঠকে আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমরা অনেক মিউচুয়াল ইস্যু নিয়ে আলাপ করেছি। আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। ব্যবসা বাড়ানো, সরাসরি জাহাজ চলাচল, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোর জন্য জয়েন্ট কমিশন করব। জনশক্তি রপ্তানি ও দুই দেশের ফরেন সার্ভিসের মধ্যে চুক্তি করব আমরা।’
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দেশটিতে থাকা বিদেশিকর্মীদের ভ্যাকসিন প্রয়োগ করবেন; বাংলাদেশিকর্মীরাও পাবে। এটার জন্য মালদ্বীপকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওখানে নার্স পাঠাচ্ছি ভ্যাকসিনেশনের জন্য।’
কানেকটিভিটি গুরত্বপূর্ণ উল্লেখ করে মোমেন জানান, বৈঠকে জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলোতেও আলোচনা করেছে উভয়পক্ষ।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের আমন্ত্রণে চার দিনের সফরে গতকাল রাতে ঢাকায় আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। অতিরিক্ত পররাষ্ট্র সচিব মাশফি বিনতে শামস বিমানবন্দরে তাকে ঢাকায় স্বাগত জানান।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবদুল্লা শহিদের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন আবদুল্লা শহিদ।
এনআই/এসএম