ডিএমপির চার যুগ্ম কমিশনারকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়- ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি যুগ্ম পুলিশ কমিশনার মোহা. আবদুল মালেককে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম); যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মো. আব্দুর রাজ্জাককে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি); যুগ্ম পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ও যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, সোমবার (৮ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতসহ ১২ এসপিকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
জেইউ/এফআর
বিজ্ঞাপন