হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক/ ছবি: সংগৃহীত

সীমান্ত দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে চালের ট্রাক নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশে প্রয়োজনীয় করণীয় ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালককে ফোনকলে যেসকল স্থল বন্দর দিয়ে চাল দেশে আসছে সেসব বন্দর দিয়ে চালের ট্রাক যেন অগ্রাধিকার ভিত্তিতে ঢুকতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খাদ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

দেশে চাল যাতে দ্রুত নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ায় ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারি পর্যায়ে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। সেই ধারাবাহিকতায় বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়।

এখন পর্যন্ত বেসরকারি পর্যায়ে সর্বমোট ৩২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ১০ লাখ ১৪ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। এর মধ্যে ৩ জানুয়ারি ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন, ৪ জানুয়ারি ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে এক লাখ ৬০ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।

৫ জানুয়ারি সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ৬৫ হাজার টন, ৬ জানুয়ারি ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে এক লাখ ৭৪ হাজার ৫০০ টন, ১০ জানুয়ারি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে এক লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন, ১০ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৭২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আরও এক লাখ ৪১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।

এছাড়া ১৩ জানুয়ারি এক লাখ ছয় হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানির জন্য ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ১৭ জানুয়ারি ৯১ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুমতি পায়।

বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে এলসি খুলে এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে জানাতে বলা হয়। পাঁচ হাজার মেট্রিক টন বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং সর্বমোট ২০ দিনের মধ্যে সমুদয় চাল বাজারজাত করতে হবে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জারি হওয়া অফিস আদেশে উল্লেখ করা হয়।

এছাড়া ১০-১৫ হাজার মেট্রিক টন বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদেরকে এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং সর্বমোট ৩০ দিনের মধ্যে বরাদ্দ পাওয়া চাল দেশে বাজারজাত করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এসএইচআর/এফআর