২ কোটি টাকার সম্পদের মালিক গ্যাস বিক্রয় সহকারী
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়/ ছবি: সংগৃহীত
সম্পদের তথ্য গোপনসহ দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির এক বিক্রয় সহকারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম- মো. আখতার হোসেন।
কমিশনের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলায় আসামি মো. আকতার হোসেনের বিরুদ্ধে এক কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ২৬৭ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩৫ লাখ ৪৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, ১৯৮৬ সালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে জুনিয়র মিটার রিডার পদে যোগ দেন। পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি বিক্রয় সহকারী পদে রয়েছেন।
বিজ্ঞাপন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর আকতার হোসেনকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ দিয়েছিল দুদক। এরপর একই বছরের ৯ ডিসেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। পরে তা যাচাই-বাছাই করে তার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ থাকার প্রমাণ পায় দুদক।
মামলার এজাহারে আরও বলা হয়, আকতার হোসেনের নামে রাজধানীর আফতাবনগরে এক হাজার ৮১০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট রয়েছে। ২০১৪ সালে ফ্ল্যাটটি এক কোটি ৭০ হাজার টাকায় কিনে ২০১৯ সালের জুলাইয়ে রেজিস্ট্রি করেন। কিন্তু সম্পদ বিবরণীতে তিনি ফ্ল্যাটের মূল্য দেখিয়েছেন ৪৩ লাখ টাকা। এখানে তিনি ৫৭ লাখ ৭০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়া তার অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্য থেকেও তথ্য গোপন করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে এজাহারে বলা হয়েছে। যে কারণে আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এফআর