রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
র্যাবের হাতে আটক দুই চোরাকারবারি
রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে মূর্তিসহ তাদের আটক করা হয় বলে জানায় র্যাব-৪।
র্যাব জানায়, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় র্যাবের একটি দল শাহ আলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের লক্ষ্মী নারায়ণ/মহাদেব মূর্তি, চারটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ নিম্নোক্ত দুই চোরাকারবারিকে আটক করে। আটকরা হলেন- মিজানুর রহমান (৪০) ও মো. শহিদুল ইসলাম (৪১)।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তিরা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা আরো জানায় যে দীর্ঘদিন যাবত পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাহিরে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
র্যাব জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যান্য সহচরদের ধরতে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
জেইউ/ওএফ