ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের সহায়তা করবে এটুআই
এটুআই এবং বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় অন্তর্ভুক্তকরণ, দক্ষতা ও ডিজিটাইজেশন সহায়তা প্রদানে একসঙ্গে কাজ করবে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআই এবং বিসিকের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিসিকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মোস্তাক হাসান এবং এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এটুআই এবং বিসিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নাগরিক সেবায় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে বিসিক এবং এটুআই যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় মার্কেট সংযোজন সহায়তা প্রদান করবে এটুআই।
এছাড়াও ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টারগুলোকে অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা, পণ্য উৎপাদন ও বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা এবং সমবায়-সমিতিগুলোর জন্য প্রশিক্ষণ বিষয়ক কারিগরি পরামর্শ প্রদান করা হবে। বিসিকের প্ল্যাটফর্মটি একশপের সঙ্গে ইন্ট্রিগ্রেটেড থাকবে। যেখানে বিসিকের উদ্যোক্তারা একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে।
বিজ্ঞাপন
পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা একশপের বিস্তৃত নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবে। এ সমঝোতা স্মারকের আওতায় দেশে এবং দেশের বাইরে ই-কমার্স কানেক্টিভিটি তৈরিতে একশপ সহযোগিতা প্রদান করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, আগামীতে বিসিকের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বাজারমুখী দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান এবং এর শিল্পনগরীগুলোকে ‘অন-দা-জব’ প্রশিক্ষণ বা অ্যাপ্রেন্টিসশিপ বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম তথ্য প্রযুক্তি নিয়ে নানা ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর আওতায় নাগরিক সেবা সহজিকরণ, ডিজিটাল সেবায় রূপান্তর, জাতীয় ডিজিটাল সিস্টেমগুলোর সঙ্গে ইন্টিগ্রেশন এবং ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থার বাস্তবায়নে এটুআই এবং বিসিক এক সঙ্গে কাজ করবে।
বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান বলেন, বিসিক সরকারের ২০৪১ সালে উন্নত অর্থনীতিতে উন্নয়নের রূপরেখার সঙ্গে সামঞ্জস্য রেখে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় বিসিক ৫ম প্রতিষ্ঠান হিসাবে ওয়ান স্টপ সেবা প্রদান শুরু করতে যাচ্ছে। ই-বিপণন বর্তমান সময়ের দাবি। এ সমঝোতা স্মারকের মাধ্যমে এটুআইয়ের একশপ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তারা ই-বিপণন করতে পারবেন।
এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান বলেন, একশপ মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং নানান দেশে প্রান্তিক উদ্যোক্তাদের পণ্য বিপণন করে আসছে। একপে এবং এটুআইয়ের ন্যাশনাল ইন্টিলিজেন্স ফর স্কিলস, অ্যাডুকেশন, অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড অ্যান্টারপ্রেনিউরশীপ পোর্টাল নিয়ে বিসিক এবং এর উদ্যোক্তাদের নানাবিধ ডিজিটাল সেবায় রূপান্তর করা সম্ভব হবে।
ই-কমার্স টিম লিডার রেজওয়ানুল হক জামি বলেন, বিসিকের উদ্যোক্তারা বাংলাদেশের জিডিপিতে বড় ভূমিকা পালন করছে, তাদের ডিজিটাইজেশন এবং ই-কমার্সে অন্তর্ভুক্তি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।
এএসএস/এমএইচএস