মাদক কারবারিদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স খুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
রাজধানীর জুরাইনে মাদক কারবারিদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৫০) নামে পুলিশের এক সোর্স খুন হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন সঙ্গী মজিবুর রহমান ওরফে মোহন (৪০)। বুধবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পূর্ব জুরাইনের নবারুণ গলিতে এঘটনা ঘটে।
নবারুণ গলিতে জাকির ও মজিবুর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। আহত মজিবুর চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
নিহত জাকির কদমতলী থানা-পুলিশের সোর্স ছিলেন বলে জানিয়েছেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি বলেন, জাকির হোসেন সপরিবারে কদমতলী থানার রায়েরবাগ এলাকার মদিনাবাগে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, লিটন নামের এক যুবক মজিবুরকে পূর্ব জুরাইনে নবারুণ গলিতে ডাকাত ধরে দেওয়ার কথা বলে ফোন করে নিয়ে যান। জাকির তাকে (মজিবুর) নিয়ে সেখানে যান। এ সময় সেখানে মাদক কারবারি স্বপন, শুকুরসহ ১৫-২০ জন সন্ত্রাসী ছুরি দিয়ে জাকিরকে বুকে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাত করে।
বিজ্ঞাপন
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, কদমতলী থানা-পুলিশের সিএনজিচালিত অটোরিকশা চালাতেন জাকির। মাঝেমধ্যে জাকির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
জেইউ/ওএফ