জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন/ ছবি- ঢাকা পোস্ট

১৪ ফেব্রুয়ারির পর একদিনও ছুটি না বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে কিন্ডারগার্টেন ও সমমনা স্কুল রক্ষা জাতীয় কমিটি। আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব জিএম জাহাঙ্গীর কবির রানা বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন ও সমমনা স্কুল দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রাথমিক শিক্ষায় প্রধানমন্ত্রীর যে সাফল্য তার প্রায় অর্ধেক অবদান কিন্ডারগার্টেন স্কুলগুলোর। করোনা মহামারির কারণে সরকারের সিদ্ধান্তে এসব শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ রয়েছে। এ অবস্থায় সরকারি প্রাথমিক শিক্ষকরা সব ধরনের সুযোগ-সুবিধা পেলেও কিন্ডারগার্টেনের প্রায় ১০ লাখ শিক্ষক-কর্মচারী বেতন ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বেশিরভাগ প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে হওয়ায় বাড়িভাড়া ও অন্যান্য খরচ বহন করতে প্রতিষ্ঠানের মালিক বা পরিচালকদের অবস্থা এখন নাজুক। আর্থিক চাপ সইতে না পেরে বহু শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, যা জাতির জন্য লজ্জাজনক।

তিনি দাবি জানিয়ে বলেন, একটানা এক বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই দেরি না করে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে করোনায় ক্ষতিগ্রস্ত ৪০ হাজার কিন্ডারগার্টেন ও ১০ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য ১০ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা বরাদ্দের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান সরকার, সদস্য ইস্কান্দার আলী হাওলাদার, উপদেষ্টা নুরুজ্জামান কায়েস, যুগ্ম আহবায়ক এম এইচ বাদল প্রমুখ।

এইচএন/এইচকে