সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।ইয়ারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সিরাজ ভুইয়া রাস্তার মাথায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত দুজন হলেন- সামাদ (২০) ও হৃদয় (১৯)। হতাহতরা কাজের উদ্দেশ্যে চট্টগ্রামে আসছিল বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে মিনি পিকআপকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়। এতে মিনি পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহতদের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
চট্টগ্রাম/এসএসএইচ/এমএইচএস