এনবিআর চেয়ারম্যানের নামে ফেক ফেসবুক আইডি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নাম এবং ছবি ব্যবহার করে একটি ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে।
A.H. Rahmatul Moneem নামের ফেসবুক আইডি ফেক দাবি করে এ বিষয়ে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ এপ্রিল) এনবিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে সাধারণ ডাইরি বিষয়ে রমনা মডেল থানার ডিউটি অফিসার এসআই বিপ্লব সরকার ঢাকা পোস্টকে বলেন, আজ এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কে বা কারা এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া আইডি খুলেছেন। এই আইডির মাধ্যমে কেউ অবৈধভাবে অর্থ দাবি করতে পারে, এ কারণেই সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।
বিজ্ঞাপন
এনবিআরের বোর্ড প্রশাসনের দ্বিতীয় সচিব স্নিগ্ধা বিশ্বাস সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়ে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নাম এবং ছবি ব্যবহার করে (A.H. Rahmatul Moneem) অজ্ঞাতনামা ব্যক্তি একটি ফেইসবুক আইডি খুলেছেন। এ বিষয়ে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আরএম/আইএসএইচ