হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটক হওয়া রোহিঙ্গারা হলেন; সাদ্দাম হোসেন (১৫) ও মো. আমিন (১৪)।

এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার তাদের বিমানবন্দর এলাকার 'এয়ারপোর্ট রেস্টুরেন্টের' সামনে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টহল দলের সন্দেহ হয়। তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। সন্দেহ আরও ঘনীভূত হলে তাদের এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হয় এবং তল্লাশি করা হয়।

তিনি বলেন, তল্লাশির পর তাদের দুইজনের কাছ থেকে ৬ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন।

এপিবিএন জানায়, সাদ্দামের পিতার নাম মো. সেলিম এবং মো. আমিনের পিতার নাম সালাম। তারা দুজনই টেকনাফে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে আটক হওয়া রোহিঙ্গারা জানান, ঢাকায় অবস্থানরত একজনের কাছে এসব ইয়াবা হস্তান্তর করার কথা ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে। 

এআর/এসকেডি