বক্তব্য রাখছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা বড় বড় অট্টালিকা তৈরি করি, কিন্তু সেগুলোর কমপ্লায়েন্স মেনে চলি না। যারা বড় বড় ভবন তৈরি করছেন তাদের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকতে হবে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কড়াইলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা মহড়ায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২১ উপলক্ষে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়া শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা বহুতল ভবন করবেন, কিন্তু নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা তৈরি করবেন না, এটা হতে পারে না। নিজস্ব অগ্নিনির্বাপন ও ফায়ার ড্রিলের সার্টিফিকেট না থাকলে ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। যারা ভবন তৈরি করবেন তাদেরকেই ভবনের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

আতিকুল ইসলাম আরও বলেন, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি এগুলো নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে, সরকারের ওপর বসে থাকলে হবে না। ফায়ার ব্রিগেডের ওপর বসে থাকলে হবে না। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

মেয়র বলেন, বস্তিবাসীর আবাসিক সমস্যা সমাধানে ডিএনসিসি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায়। গাবতলীতে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবনের পদক্ষেপ নিচ্ছে। একইভাবে বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করা যেতে পারে।

অনুষ্ঠানে যোগাযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বর্তমান সরকারের আমলে পর্যাপ্ত যন্ত্রপাতি কেনা হয়েছে। দেশব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক কমিউনিকেশন টেকনোলজিসহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হবে। এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে দক্ষতা তৈরি হবে তা পৃথিবীর যেকোনো উন্নত শহরের সমপর্যায়ের সঙ্গে তুলনীয় হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

এএসএস/জেডএস