রাজধানীর ভাষানটেক ও গাজীপুরের টঙ্গি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, ময়মনসিংহের মো. মাহবুব আলম (২৫), কুমিল্লার মো. আমিরুল ইসলাম (২৪), কিশোরগঞ্জের মো. মামুন মিয়া (২৫) ও বরিশালের মোসা. শাহিদা বেগম (২৪)। শনিবার (১৩ ফেব্রুয়ারি) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী ঢাকা পোস্ট-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত র‍্যাব-৪ এর একটি দল রাজধানীর ভাষানটেক ও গাজীপুর জেলার টঙ্গিতে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১২টি উগ্রবাদী বই, ছয়টি মোবাইলফোন, একটি ব্যাকপ্যাক ও জঙ্গিবাদী কথোপকথনের ১১৫টি স্ক্রিনশট জব্দ করা হয়।

আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন উগ্রবাদী সরঞ্জাম/ ছবি: ঢাকা পোস্ট

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। অন্যদের উদ্বুদ্ধ করতে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করে আসছিল তারা। পাশাপাশি তারা চাঁদা ও নতুন সদস্য সংগ্রহও করছিলেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সহচরদের আটকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এমএসি/আরএইচ/এফআর