ষষ্ঠ দিনে টিকা নিলেন আরও প্রায় ২ লাখ
দেশের মানুষকে দেওয়া হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ষষ্ঠ দিনে সারাদেশে আরও প্রায় দুই লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে এক লাখ ২৭ হাজার ৪৩ জন পুরুষ এবং ৬৭ হাজার ৩২৮ জন নারী। টিকা নেওয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৩১ জনের।
সবমিলিয়ে এখন পর্যন্ত সারাদেশে টিকা নিয়েছেন মোট সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বমোট ৩৯৪ জনের।
বিজ্ঞাপন
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগের মানুষ এবং সবচেয়ে কম টিকা নিয়েছেন বরিশাল বিভাগের মানুষ। এছাড়াও এই সময়ে ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ২৬ হাজার ৫৬৪ জন, যার মধ্যে সর্বোচ্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন দুই হাজার ৬৭০ জন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪ হাজার ৬৯ জন টিকা গ্রহীতার মধ্যে পুরুষ রয়েছেন ৩৫ হাজার ৪৩০ জন এবং নারী ১৮ হাজার ৬৩৯ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১৪ জনের। গত ২৭ জানুয়ারি থেকে এ বিভাগে এখন পর্যন্ত টিকা নিয়েছেন মোট এক লাখ ৯৪ হাজার ৫৮ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৭৫ জনের।
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন আট হাজার ৯০ জন। তাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ১৬৪ জন এবং নারী দুই হাজার ৯২৬ জন। ২৪ ঘণ্টায় তাদের কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তবে শুরু থেকে এ পর্যন্ত এই বিভাগে ৩৩ হাজার ৯১৮ জন টিকা নিয়েছেন, যাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ২৪ জনের।
এদিকে চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন। তাদের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ৩১ হাজার ১৩০ জন ও নারী ১৬ হাজার ৫৮৮ জন। গত ২৭ জানুয়ারি থেকে এ বিভাগে সবমিলিয়ে টিকা নিয়েছেন মোট এক লাখ ৭৮ হাজার ৫১২ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১০৯ জনের।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ৭৪ জন। তার মধ্যে ১৪ হাজার ৪৫৩ জন পুরুষ এবং সাত হাজার ৬২১ জন নারী। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ২ জনের। সবমিলিয়ে এই বিভাগে মোট টিকা নিয়েছেন ৮৫ হাজার ৭৩৮ জন, যাদের মধ্যে মোট ৪২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৭ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৬৬৯ জন এবং নারী পাঁচ হাজার ৮৭৩ জন। মাত্র এক জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। এই বিভাগে গত ২৭ জানুয়ারি থেকে সর্বমোট ৬৯ হাজার ৭৯৮ জন টিকা নিয়েছেন, যাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৫২ জনের।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৪৪ জন পুরুষ ও সাত হাজার ১৩৪ জন নারীসহ মোট ২১ হাজার ২৭৮ জন টিকা নিয়েছেন খুলনা বিভাগে। তাদের মধ্যে টিকা নেওয়ার পরে ৮ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। সবমিলিয়ে এই জেলায় মোট ৮০ হাজার ৬৪৭ জন টিকা নিয়েছেন, যাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৬১ জনের।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন সাত হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৯৪৩ জন এবং নারী দুই হাজার ৫৭০ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মাত্র ২ জনের। এছাড়া গত ২৭ জানুয়য়ারি থেকে এই বিভাগে সর্বমোট টিকা নিয়েছেন ৩০ হাজার ১৯৪ জন, যাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১৩ জনের।
সিলেট বিভাগের গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৬ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ দশ হাজার ১১০ জন এবং নারী পাঁচ হাজার ৯৭৭ জন। পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মাত্র ১ জনের। এছাড়া গত এই বিভাগে এখন পর্যন্ত সর্বমোট টিকা নিয়েছেন ৬৩ হাজার ৮১৫ জন, যাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ১৮ জনের।
করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯১
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট আট হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪০ হাজার ২৬৬ জনে।
টিআই/জেডএস