ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে নিউ মার্কেটের ব্যবসায়ীদের দফা দফায় সংঘর্ষ চলছে। ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটের দিকে রওয়ানা দেন।  

কিন্তু নিউমার্কেট এলাকায় প্রবেশ করার আগেই তাদের দেখে উত্তেজিত হয়ে ওঠেন ব্যবসায়ীরা। এলোপাতাড়িভাবে শিক্ষকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন নিউ মার্কেটের বিভিন্ন ভবন ও রাস্তা থেকে। এতে অনেক কয়েকজন শিক্ষক আহত হয়েছে বল শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ব্যবসায়ীদের একমুখী উসকানিতে আজকের সকালে এ সংঘর্ষ শুরু হয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যবসায়ীদের একগুঁয়েমি ও হিংস্র আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ঢাকা কলেজ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ব্যবসায়ীরা কিছুক্ষণ পরপরই কাচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করছে।

ব্যবসায়ীদের মারমুখী আচরণের কারণে এবং নিজেদের জীবন বাঁচাতে শিক্ষকরা এখন ঘটনাস্থল ত্যাগ করে তাদের কলেজের ভেতরে প্রবেশ করেছেন।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা পরিস্থিতি শান্ত করার জন্য শিক্ষার্থী এবং 
ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু নিউ মাকের্ট ইটের কারণে প্রবেশই করতে পারিনি।
 
এদিকে ব্যবসায়ীরা ঘটনাস্থলের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সকে আটকে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এমএসি/এসএম