চট্টগ্রামে তিন পৌরসভাতেই নৌকার জয়
চট্টগ্রামের ভোট দিতে কেন্দ্রে লাইনে ভোটাররা/ ছবি: ঢাকা পোস্ট
চতুর্থ ধাপের পৌর নির্বাচনে চট্টগ্রামে তিনটি পৌরসভায় ভোট হয়েছে রোববার (১৪ ফেব্রুয়ারি)। তিনটিতেই আওয়ামী লীগের নির্বাচিত হয়েছেন মেয়রপ্রার্থীরা।
চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুল আলম খোকা, পটিয়ায় আইয়ুব বাবুল নৌকা প্রতীকী জয়ী হয়েছেন। সাতকানিয়ায় মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
চট্টগ্রামের চন্দনাইশ মাহবুবুল আলম খোকা নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি মনোনীত প্রার্থী আইনুল কবির ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৯১৬ ভোট। এছাড়া ইসলামি ফ্রন্ট মনোনীত মুহাম্মদ ফারুক বাহাদুর মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৮২৯ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১৩ ভোট।
রোববার ভোট গণনা শেষে রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আইয়ুব বাবুল নৌকা প্রতীকে ১৪ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল ইসলাম সওদাগর ধানের শীষে পেয়েছেন এক হাজার ৪৯৪ ভোট।
এদিকে সাতকানিয়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজকে শুধুমাত্র সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হয়েছে ভোটগ্রহণ। নির্বাচনে পটিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হন।
এফআর