দাপট কমলেও শৈত্যপ্রবাহ থাকবে আরও ২ দিন
কুয়াশায় মোড়ানো থাকবে নদীর আশাপাশের এলাকাগুলো
দেশের অধিকাংশ এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের দাপট কিছুটা কমতে শুরু করেছে। তবে আরও দুই দিন বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি আকারের শৈত্যপ্রবাহ থাকবে। কুয়াশায় মোড়ানো থাকবে নদীর আশাপাশের এলাকাগুলো।
রোববার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রহমান ঢাকা পোস্ট কে বলেন, মৃদু থেকে মাঝারি আকারে আরও এক থেকে দুই দিন বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ থাকবে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘন্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিলো তেঁতুলিয়া ও রাজারহাট এলাকায়। এ দুই জায়গায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এছাড়া চুয়াডাঙ্গা, যশোর, বদলগাছী এলাকাগুলোতেও তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো পটুয়াখালী জেলায় ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
যেসব এলাকায় চলছে শৈত্যপ্রবাহ: রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, ফেনী, শ্রীমঙ্গল, পাবনা, বাদলগাছী, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়ার সিনপটিক অবস্থার তথ্যে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় দেশের সর্বনিম্ন ৬.০৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া সৈয়দপুর, তেঁতুলিয়া, দিনাজপুর, ঈশ্বরদী, বদলগাছী এলাকায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে।
একে/ওএফ