সেমিনারে পরিকল্পনামন্ত্রী গবেষকদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন

কচুরিপানা নিয়ে কেন গবেষণা করা যাবে না, গবেষকদের উদ্দেশে এমন প্রশ্ন তুলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সরকারের প্রতিটি খাত নিয়ে আলাদাভাবে গবেষণা করা জরুরি। সঠিক উন্নয়নে গবেষনার বিকল্প নেই।

তিনি বলেন, এর আগে আমি কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছিলাম। কিন্তু আমার ওই বক্তব্য বিকৃত করে ‘মন্ত্রী কচুরিপানা খেতে বলেছেন’ বলে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। গবেষণার মাধ্যমে কচুরিপানা খাওয়ার উপযোগী করতে পারলে এটা দেশের সাফল্য হিসেবেই প্রকাশিত হবে। এজন্য আবারো বলি, কচুরিপানা নিয়ে কেন গবেষণা করা যাবে না?

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপন সংক্রান্ত সেমিনার-২০২১’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে পরিকল্পনা বিভাগের সামাজিকবিজ্ঞান গবেষণা পরিষদ।

মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চাইবো যে, আরও অধিকতর গবেষণা হোক। সামাজিকবিজ্ঞান গবেষণা পরিষদে আরও টাকা বাড়ানো প্রয়োজন। কিন্তু আপনাদের কাছ থেকে আরও ভালো ভালো প্রস্তাব দিতে হবে। সরকারি অর্থ ব্যয়ের মাধ্যমে কোনো অদ্ভুত বিষয়ে আমরা গবেষণা আশা করি না। অদ্ভুত বিষয় বলতে পরী আছে কি-না, জ্বিন কোথায় বসবাস করে এগুলো ব্যক্তিগতভাবে কেউ করলে আমার সমস্যা নাই। কিন্তু আমাদের দৈনন্দিন বিষয়গুলো নিয়ে গবেষণা সরকারি ব্যয়ে করবেন। আমার মন্ত্রণালয় থেকে আপনারা সহায়তা পাবেন।’

তিনি আরও বলেন, ‘বাইরে থেকে আসা শিক্ষক ও গবেষকদের আমি স্বাগত জানাই এ চত্বরে। আপনারা বেশি বেশি আসবেন। আপনারা যত বেশি আসবেন, যোগাযোগ রাখবেন, আমাদের লাভ হবে। আমাদের শিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া যাবে।’

এসআর/এমএইচএস/আরএইচ