সদ্য বিজয়ী কাউন্সিলর সরোয়ার কমোল রাজিব / ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ‌্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাতজনেক আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে নিহতের ভাই মো. মান্নান বাদী হযে মামলা দায়ের করেছেন। মামলায় সদ্য বিজয়ী কাউন্সিলর সরোয়ার কমোল রাজিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, মামলায় রাজিবকে প্রধান আসামি করা হয়েছে। গতকালের সংঘর্ষের ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছিল।

১৪ ফেব্রুয়ারি পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আব্দুল্লাহ নামে একজন নিহত হন। ‘দুই দল কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র‌্যাব, বিজিবি গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।’

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মান্নান ও সারোয়ার কমোল রাজিবের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কেএম/এসএম