বরিশাল রাডার ইউনিট উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
ভিডিও কনফারেন্সে রাডার ইউনিট উদ্বোধনের পর বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি/ ছবি: পিআইডি
বিমানবাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল রাডার ইউনিট থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। শুরুতে বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি স্মরণ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।
তিনি বলেন, জাতির পিতার কাঙ্ক্ষিত আদলে গড়ে তোলার জন্য তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবাহিনীতে নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিটিউট।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, নতুন অন্তর্ভুক্ত রাডার বাংলাদেশের বিশাল সমুদ্রাঞ্চল তথা দেশের সমগ্র আকাশসীমার মধ্যে শনাক্তকৃত বিমানসমূহকে সঠিক দিকনির্দেশনা দিতে এবং তাদের চলাচল ও নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
তিনি বলেন, নবনির্মিত হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট বিমানবাহিনীর বৈমানিকদের উড্ডয়ন প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ সিমুলেটরের মাধ্যমে সম্পন্ন করবে, যা প্রশিক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে কমাবে এবং উড্ডয়ন নিরাপত্তাকে আরও দৃঢ় করবে।
এনএম/আরএইচ/এফআর