টিকা নিয়েই চিফ হুইপ বললেন, এটি নিরাপদ
করোনার টিকা নেন সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে টিকা নেন তিনি।
টিকা নেওয়া শেষে চিফ হুইপ বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। এ সময় যেকোনো গুজবে কান না দিয়ে জীবন রক্ষার্থে সবাইকে এই ভ্যাকসিন নিতে আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এদিকে, সারাদেশে সোমবার (১৫ ফেব্রুয়ারি) করোনার টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৬৭৯ জন। আজ ছিল করোনার গণটিকা প্রয়োগ কার্যক্রমের অষ্টম দিন। এ পর্যন্ত দেশব্যাপী মোট টিকা নিয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন। নতুন ২৯ জনসহ পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৪৫৫ জনের।
বিজ্ঞাপন
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম টিকা নিয়েছেন ময়মনসিংহ বিভাগের মানুষ। এই সময়ে ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ২৯ হাজার ৫৫ জন, যার মধ্যে সর্বোচ্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন তিন হাজার ৫১০ জন।
এইউএ/এফআর