বাধা সরাতেই চাপাতি দিয়ে ৩ জনকে কুপিয়ে জখম
র্যাবের হাতের গ্রেপ্তার পরান/ ছবি: ঢাকা পোস্ট
বছর সাতেক আগে রাজধানীর শনির আখড়ায় একই কক্ষে থাকতেন রুহুল কুদ্দুস বাবু (৩৫) ও জাহাঙ্গীর আলম ওরফে পরান (৪২)। সে সময় পাশের ফ্ল্যাটের বাসিন্দা মাসুদ কিবরিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তারের (৩৫) ওপর ‘দৃষ্টি পড়ে’ পরানের। এতে বাধা হয়ে দাঁড়ান রুহুল কুদ্দুস বাবু। সে বাধা সরাতেই বাসায় ঢুকে মা-মেয়েসহ তিনজনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন পরান।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।
বিজ্ঞাপন
গত ১৪ ফেব্রুয়ারি শনির আখড়ায় একটি বাড়িতে ঢুকে রুহুল কুদ্দুস বাবু, মাসুদ কিবরিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার, তার মেয়ে মাহমুদা মেহেররিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন পরান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বাদী হয়ে মামলা করেন রুহুল কুদ্দুস বাবুর বড় বোন বিউটি বেগম। হামলার ঘটনা চাঞ্চল্য ছড়ালে ছায়া তদন্তে নামে র্যাব।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের সানারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরানকে গ্রেপ্তার করে র্যাব-১০। র্যাব ১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, রাজধানীর শনির আখড়া এলাকায় ৭-৮ বছর আগে একই কক্ষে থাকতেন আহত রুহুল কুদ্দুস বাবু ও গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওরফে পরান। তখন পাশের ফ্ল্যাটের ভাবি অর্থাৎ মো. মাসুদ কিবরিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তারের দিকে পরানের দৃষ্টি পড়ে। আর এতে বাধা দেন রুহুল কুদ্দুস বাবু।
বিজ্ঞাপন
তিনি বলেন, সেসময় এ ঘটনায় পরানকে বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালিক। এতে ক্ষুব্ধ হয়ে পরান বিভিন্ন সময় বিভিন্নভাবে ইয়াসমিন আক্তার ও তার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করেন। তবে আবারও বাধা হয়ে দাঁড়ায় রুহুল কুদ্দুস বাবু। এর জের ধরে পরান গত রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে চাপাতিসহ বাবুর বাসায় যান। দরজা খুলতেই পরান হত্যার উদ্দেশে বাবুকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। চিৎকার শুনে বাবুকে বাঁচাতে আসেন ইয়াসমিন আক্তার ও তার মেয়ে মাহমুদা। পরে তাদেরও আঘাত করে পালিয়ে যান পরান। পরে প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরকীয়ার কারণে এ ঘটনা ঘটেছে- এমন কোনো তথ্য আমরা এখনও পাইনি।
জেইউ/আরএইচ/এফআর