বেতন-গ্রেড বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। রবিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা; পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের দ্রুত ব্যবস্থা নেওয়া; শিক্ষা মন্ত্রণালয় প্রণীত চাকরিবিধি-২০১২ অনুযায়ী ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চপদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ও সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা।

মানববন্ধনে কর্মচারীদের নেতারা এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুশিয়ারি দেন নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম তালুকদার মন্টু, সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন প্রামাণিক প্রমুখ।

এমএইচএন/আইএসএইচ