ঢাকা পোস্ট অফিসে এসে অবাক হয়েছি। এখানে এসে সুন্দর একটি পরিবেশ দেখেছি। অনেক টেলিভিশন চ্যানেলেও এমন পরিবেশ নেই। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা পোস্ট কার্যালয়ে এসে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, আজকের দিনটা ঢাকা পোস্টেরই দিন। সকালে আশুলিয়া প্রেসক্লাবেও ঢাকা পোস্টের অনুষ্ঠান হয়েছে। সেখানে গণ্যমান্য সব সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমি বিশ্বাস করি, ঢাকা পোস্টের মাধ্যমে জনগণ উপকৃত হবে।

তিনি বলেন, সংবাদমাধ্যমকে সবসময় শ্রদ্ধা করি। তারা বিভিন্ন অনিয়ম, অস্বচ্ছতাসহ সমাজের নানা বিষয় তুলে আনে। তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবাদমাধ্যমের গুরুত্ব অনেক বেশি।

গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদ মাধ্যমের গুরুত্ব উল্লেখ করে ডা. এনামুর রহমান বলেন, আমি আশা করছি ঢাকা পোস্ট দেশের সব উন্নয়নের খবর প্রকাশ করবে এবং গুজবের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরবে। এমন একটি সংবাদমাধ্যম নিয়ে আসার জন্য ইউএস বাংলা গ্রুপকে ধন্যবাদ জানাই। ঢাকা পোস্টের সব কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন।

এর আগে বিকেল সোয়া ৪টায় ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের এ পর্বে স্পিকারের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকার, ইউএস বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, টিভি টুডের এডিটর ইন চিফ মঞ্জুরুল আহসান বুলবুল ও ইউএস-বাংলা গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) শামস।

উদ্বোধন করতে গিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঢাকা পোস্ট আস্থা অর্জন করবে। কোভিড-১৯ এর মতো কঠিন সময়ে এ ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য ইউএস-বাংলা গ্রুপকে অভিনন্দন জানাই। এ উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে অনেকেই উপকৃত হবেন এবং ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করি, তথ্যপ্রযুক্তি এখন সুবর্ণ যুগ পার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি।

ঢাকা পোস্ট পরিবারের পক্ষ থেকে স্পিকারসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে নিউজ পোর্টালটির সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, আমরা জাতি হিসেবে একটি মাহেন্দ্রক্ষণে আছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ভাষার মাস। এ সময়ে ঢাকা পোস্টের যাত্রা শুরু করতে দিনক্ষণ ঠিক করে স্বপ্নযাত্রার শুরু করছি আজ। আমাদের সামনের পথচলা যেন আরও সুন্দর ও ভালো হয়, সেজন্য দোয়া করবেন।

ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব.) মাইনুল ইসলাম বলেন, বিশেষ এক সময়ে নিউজ পোর্টালটি যাত্রা শুরু করছে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান সারাবছরব্যাপী পালিত হচ্ছে। এ সময় ঢাকা পোস্টের যাত্রা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নবপ্রতিষ্ঠিত মিডিয়াটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই শুভ কামনা করছি।

এর আগে সকাল থেকে ঢাকা পোস্ট কার্যালয়ে শুভযাত্রায় সঙ্গী হতে শুভেচ্ছা জানাতে আসেন সরকারের নীতিনির্ধারক থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা। তাদের সঙ্গে পথচলা শুরুর আনন্দ ভাগাভাগি করে ঢাকা পোস্ট পরিবার।

ভাষার মাসে উদ্বোধন, তাই ঢাকা পোস্ট পরিবার ভাষা শহীদদের অতল শ্রদ্ধায় স্মরণ করে। অগণিত পাঠক, দর্শক-শ্রোতাকে সঙ্গে নিয়ে ঢাকা পোস্ট পরিবার আগেই প্রস্তুতি নেয় যাত্রা শুরুর। দেশের ৬৪ জেলায়, বিভিন্ন উপজেলায় সকাল থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। ‘সত্যের সাথে সন্ধি’- স্লোগান সামনে রেখে নতুন বছরে লক্ষ্যজয়ের জন্য যাত্রা শুরু করল ‘ঢাকাপোস্ট.কম’।

 
এসএইচআর/আরএইচ