ঢাকা পোস্ট সত্য প্রকাশে উদাহরণ স্থাপন করবে : র্যাব
ঢাকা পোস্ট সকলকে ছাড়িয়ে সত্য প্রকাশে নির্ভীকতার পরিচয় দিয়ে একটি অনন্য উদাহরণ স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনলাইন নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে রাজধানী ঢাকার বারিধারার ঢাকা পোস্ট কার্যালয়ে এসে তিনি এ আশা প্রকাশ করেন। আশিক বিল্লাহ বলেন, র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে ঢাকা পোস্টের প্রতিটি সদস্যকে অভিনন্দন। ঢাকা পোস্টের সকল সাংবাদিক ও কলাকুশলীদের র্যাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজ্ঞাপন
তিনি বলেন, একটি সময় ছিল যখন সাংবাদিকতা উচ্চবিলাসী একটি পেশা ছিল। যেটি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় পেশায় রূপান্তরিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক অত্যন্ত নিবিড়।
সেই বাস্তবতা থেকে আমরা চাই ঢাকা পোস্ট ২০২১ সালে নবদিগন্তের সূচনা করুক। র্যাবের মহাপরিচালক ও প্রতিটি সদস্যের পক্ষ থেকে ঢাকা পোস্টের সমৃদ্ধ কামনা করছি। আমরা প্রত্যাশা করছি, একদিন ঢাকা পোস্ট সকলকে ছাড়িয়ে সত্য প্রকাশে নির্ভীকতার পরিচয় দিয়ে একটি অনন্য উদাহরণ স্থাপন করবে।
বিজ্ঞাপন
অনলাইন গণমাধ্যম ‘ঢাকাপোস্ট.কম’-এর স্বপ্নযাত্রা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ভাষার মাসে গণমাধ্যমের আকাশে যোগ হলো যেন নতুন এক পালক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের উদ্বেলিত সময়ে এ যাত্রা শুরু হলো।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় ঢাকা পোস্টের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং বাঙালির বাংলাদেশ নির্মাণের সহায়ক তথ্যশক্তি হিসেবে এ যাত্রায় সহযাত্রী হন অগণিত পাঠক-দর্শক-শ্রোতা।
এমএসি/এমএআর