চলন্ত রিকশা থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
বোনের সঙ্গে চোট্ট ইউসুফ
রাজধানীর খিলগাঁও দক্ষিণখান বনশ্রী এলাকায় চলন্ত রিকশা থেকে পড়ে ইউসুফ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড় বোন সাবিহা আক্তার (১২) আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসক শিশু ইউসুফকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
শিশুটির মা ইয়াসমিন আক্তার জানান, তারা দক্ষিণ বনশ্রী এ ব্লকের শাপলা বিল্ডিংয়ে থাকেন। ইউসুফের বাবার নাম শহিদুল ইসলাম টিটু। এক ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ ছিল সে।
তিনি জানান, বিকেলে মেয়ে সাবিহা, ছেলে ইউসুফ ও আরেক শিশু বাচ্চাকে নিয়ে তিনি নন্দীপাড়ায় যান। সেখান থেকে একটি মশারি কিনে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁও নন্দীপাড়া জ্যামের মধ্যে চলন্ত রিকশাটি হঠাৎ ব্রেক করলে সাবিহা ও তার কোলে থাকা ইউসুফ দুজনেই রাস্তায় পড়ে যায়। এতে ইউসুফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। নাকে ও ঠোঁটে আঘাত পায় সাবিহা।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। এছাড়া তার বড় বোন সাবিহাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম ঢাকা পোস্ট-কে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
জেইউ/এফআর