হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে যশোর পৌরসভার সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পৌরসভার ভোটগ্রহণ স্থগিত থাকবে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যশোর পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং যশোর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরকে এ নির্দেশ দেয় ইসি। প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও এর অনুলিপি দিয়েছে ইসি।

ইসির আদেশে বলা হয়েছে, ‘হাইকোর্টের আদেশের আলোকে যশোর পৌরসভা সাধারণ নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’ এর আগে ৯ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচন স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন এ পৌরসভার নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট অপর এক আদেশে সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণে বাধা নেই বলে জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। তবে ওই আদেশ নির্বাচন কমিশনের কাছে না পৌঁছানোয় নিয়মানুযায়ী তা স্থগিত করা হয়।

এসআর/এসএম