নির্ভরতা-ভরসা যাকে ঘিরে, সেই বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন
বাবা মানে হাজার বিকেল, আমার ছেলে বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। বাবা মানে জমিয়ে রাখা, আমার অনেক ঋণ...... বাবাকে নিয়ে এমন নানান গান, কবিতা, শব্দ কিংবা উপমা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
বাবাকে নিয়ে সবার জানা উপমা— বাবা মানে নির্ভরতা, বাবা সন্তানের মাথার ওপর বট বৃক্ষের মতো। বাবা মানে নিখাদ আশ্রয়, বাবা মানে ভরসা, বাবা মানে চির আপনজন।
বিজ্ঞাপন
যিনি নিঃস্বার্থে পরম স্নেহ আর ভালোবাসা দিয়ে সন্তানকে আমৃত্যু আগলে রাখেন, তিনিই বাবা। নির্ভরতা-ভরসা যাকে ঘিরে, সেই বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ। আজ বিশ্ব বাবা দিবস। যদিও আলাদাভাবে দিবসটির দরকার আছে কি নেই তা নিয়ে বিতর্ক থাকতে পারে। বলা হতে পারে— বাবা আমার নির্ভরতা, তাই প্রতিদিনই বাবা দিবস।
প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়। সেই হিসাবে আজ ১৯ জুন বিশ্ব বাবা দিবস। এই বিশেষ দিনকে বাবার জন্য বিশেষভাবে বরাদ্দ রাখার মাধ্যমেই দিবসটি পালিত হয়ে আসছে।
বিজ্ঞাপন
বাবা— সব ধরনের আবদার পূরণের ব্যক্তি। রাগ, শাসন, আদর, ভালোবাসা, নিরাপত্তা, আস্থা আর রাশভারী চেহারার আড়ালে থাকা একজন মানুষ। বট বৃক্ষ যাকে মানা হয়। ভাষা ভেদে শব্দ বদলায়। আর স্থান ভেদে বদলায় বাবা শব্দের উচ্চারণও। তবে বদলায় না রক্তের টান, ভালোবাসা।
শিশু সন্তানের ছোট্ট হাতটি যখন বাবার আঙুল আঁকড়ে ধরে তখন থেকেই নির্ভরতার বিষয়টির সূত্রপাত হয়। এরপর ধীরে ধীরে বাবার দুই পায়ে পা রেখে, বাবার দুই আঙুলে শিশু সন্তান তার হাত দিয়ে আঁকড়ে ধরে এক পা দু পা করে হাঁটতে শিখে। আর তখন থেকেই অটুট সম্পর্ক জানান দেয় আস্থা আর নির্ভরশীলতার। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা নিয়ে বাবার মাধ্যমেই সন্তানের জীবন শুরু হয়।
সন্তান বড় হতে থাকে আর উপলব্ধি করতে থাকে বাবার তুলনা শুধু বাবাতেই। বাবা মানে হার না মানা মানুষ, বাবা মানে আবদার করার জায়গা, বাবা মানুষটি কাঁদতে জানে না, জানে ধৈর্য ধরতে, জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে সন্তানকে বড় করতে। বাবা কত বড় এক বট বৃক্ষ, একটি আস্থা, নির্ভরতা, নিশ্চিন্তের জায়গা— এটি শুধু উপলব্ধি করতে পারেন তারাই, যাদের বাবা নেই তারা। নিঃসন্দেহে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর একটি।
বাবা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে অনেকেই ছবিসহ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে একজন হাবিবুর রহমান। বাবার সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন— আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা তোমাকে বিশেষ দিবসের শুভেচ্ছা।
সজল আহমেদ নামে একজন লিখেছেন, যার বাবা নেই তারাই কেবল বুঝতে পারে বাবার অভাব কাকে বলে। বাবা একটা নির্ভরতা, আস্থার জায়গা। বাবা একটা বট বৃক্ষ, যাদের বাবা জীবিত আছে তারা নিশ্চিন্তে থাকতে পারে। যারা বাবা হারিয়েছে তারাই বুঝে যে সে কি হারাল।
বাবা দিবস উপলক্ষে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। আবার বাবা শাশ্বত, চির আপন, পরম নির্ভরতার প্রতীক। বাবা সন্তানের মাথার ওপর বট বৃক্ষের ছায়ার মতো। বলতে গেলে প্রতিদিনই বাবা দিবস, বাবাকে ভালোবাসার জন্য আলাদা নির্দিষ্ট দিবসের প্রয়োজন নেই। তবুও বাবার প্রতি সম্মান দিয়ে বাবার জন্য একটি নির্দিষ্ট দিন হলো বাবা দিবস। আজ বিশ্ব বাবা দিবস। সারা বিশ্বে সন্তানরা বাবাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে পালন করেন। বিশ্বের বিভিন্ন দেশে বাবা দিবস পালিত হয়। বাবা দিবসে পৃথিবীর সব বাবার জন্য ভালোবাসা, শ্রদ্ধা।
ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালে প্রথম বাবা দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুলাই এই দিবস পালন করা হয়। মিসেস গ্রেস গোল্ডেন ক্লেটনের উদ্যোগেই মা দিবসের আদলে দিবসটি পালিত হয়। ১৯০৭ সালের একটি দুর্ঘটনায় প্রাণ হারানো ২১০ জন বাবার স্মৃতির উদ্যোগে সেবারের দিবস। তবে তা নিয়মিত হয়নি। তার দুই বছর পর ১৯১০ সালে যুক্তরাষ্ট্রের সেনোরা স্মার্ট ডট নতুন পরিসরে বাবা দিবস পালন করে। সেনোরাকেই বাবা দিবসের উদ্যোক্তা মনে করা হয়। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন।
এএসএস/এসএসএইচ