র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুজন

রাজধানীর অদূরে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন, মো. রাজিবুল ইসলাম (৪১) ও শাহাদাৎ হোসেন রিপন (৩৫)।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব ১০-এর একটি আভিযানিক দল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়ার রসুলবাগ মোক্তার বাড়ী রোড এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি, ৪টি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/আরএইচ