জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকীর উত্তরার বাসায় হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শনিবার (২ জুলাই) উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে তার স্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাহমিদা হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, অধ্যাপক ড. রতন সিদ্দিকীর উত্তরার বাসায় হামলার অভিযোগে তার স্ত্রী অধ্যাপক ফাহমিদা হক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। 

আরও পড়ুন : শিক্ষক উৎপল হত্যা : সর্বোচ্চ নিরাপত্তায় খুলছে স্কুল

মামলায় অধ্যাপক ফাহমিদা বলেছেন, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিরা আমার স্বামী ও আমাকে হত্যার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধভাবে পথরোধ করে এবং আমার স্বামীকে শারীরিকভাবে আঘাত করে এবং আমাকে সামাজিকভাবে লাঞ্ছিত করাসহ ভয়ভীতি প্রদর্শন করে। 

মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণপূর্বক আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

জেইউ/আরএইচ