বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন-মুসলিম রানিং কর্মচারী না থাকায় 'রংপুর এক্সপ্রেস' ট্রেনের ৯ ও ১১ জুলাইয়ের আপ-ডাউন যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

এর আগে বুধবার (৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে এ নির্দেশনা দেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।

আরও পড়ুন>> আর চাপ দিয়েন না, ভেতরে জায়গা নেই

নিদের্শনায় বলা হয়, ঢাকা রেল ভবনের মহাপরিচালকের সূত্রে জানানো যাচ্ছে যে, লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন-মুসলিম রানিং কর্মচারী না থাকায় আগামী ৯ জুলাই ৭৭২ নং রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর-ঢাকা রুটে এবং ১১ জুলাই ৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।

অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, রংপুর থেকে ট্রেনটি রাতে ছাড়ে। যার ফলে ওই দিন কোনো প্যাসেঞ্জার হবে না। ঢাকায় এসে ১০ তারিখ (ঈদের দিন) ট্রেনটি বসে থাকবে। অন্য ধর্মের মানুষও নেই, এটা নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই একটি ট্রেন চালানোর জন্য ওই লাইনের মাস্টাররা কেউ ছুটি পাচ্ছে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএইচএন/জেডএস