বিক্ষোভের ফলে দুই পাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়/ ছবি: ঢাকা পোস্ট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসার ছয়তলা থেকে পড়ে মোছা. তানিয়া আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় স্বামী মো. আবু তালহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার পর তাকে আদালতেও পাঠানো হয়েছে। কিন্তু ময়নাতদন্ত শেষে গৃহবধূ তানিয়ার লাশ নিয়ে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছেন স্বজনরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভের কারণে যমুনা ফিউচার পার্কের সামনের দুই সড়কই যান চলাচল বন্ধ হয়ে যায়। স্বজনদের দাবি, তানিয়াকে হত্যা করা হয়েছে। হত্যার বিচারের দাবিতেই রাস্তা অবরোধ করেছেন তারা।

ডিএমপির ট্রাফিক গুলশানের বাড্ডা জোনের সহকারী কমিশনার ঢাকা পোস্ট-কে জানান, প্রায় পৌনে এক ঘণ্টা ধরে রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ হয়েছে যানজট। শুনেছি, যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে লাশ নিয়ে অবরোধ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, গত রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার ছয়তলা থেকে পড়ে মারা যান মো. তানিয়া আক্তার নামে এক গৃহবধূ। ওই ঘটনায় স্বামী মো. আবু তালহাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, নিহত গৃহবধূর বাড়ি রাজধানীর কুড়িলে। তালহা-তানিয়া দম্পতির বৈবাহিক সম্পর্ক ১১ বছরের। তাদের দুটি ছেলে-মেয়েও রয়েছে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কে টানাপড়েনও ছিল। গতকাল সন্ধ্যায় ছয়তলা থকে পড়ে ওই গৃহবধূর মৃত্যু সংক্রান্ত তথ্য আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানতে পারি। বসুন্ধরার এইচ ব্লকের একটি বাসার নিচ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় মেয়েকে হত্যা করা হয়েছে, দাবি করে বাদী হয়ে নিহতের বাবা ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় স্বামী মো. আবু তালহাকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্বজনদের বিক্ষোভের বিষয়ে ওসি বলেন, এটার কোনো প্রয়োজন ছিল না। আমরা মামলা নিয়েছি। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। আসামিকেও গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। বিচার এখন বিচারিক আদালতে। এ জন্য রাস্তা অবরোধ করাটা মোটেও ঠিক নয়। আমরা তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছি।

সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে নেওয়ায় ফের শুরু হয়েছে যান চলাচল।

জেইউ/এফআর