মে-জুনের মধ্যেই সাড়ে ৪ কোটি মানুষ ভ্যাকসিন পাবে
প্রতীকী ছবি
আগামী মে-জুন মাসের মধ্যেই সাড়ে চার কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে ফেব্রুয়ারিতে তিন কোটি এবং মে-জুনের মধ্যে বাকি টিকা দেওয়া হবে বলে মন্ত্রিসভাকে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সব ভ্যাকসিন নেওয়া হবে অক্সফোর্ড থেকে।
সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এদিকে বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে যোগ দেন।
পরে সচিবালয় বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বৈঠকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণের খসড়া, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর খসড়া, বাংলাদেশ অ্যাগ্রিকালচার প্র্যাকটিস নীতিমালা-২০২০ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
এছাড়া করোনা মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে সেটিও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
এনএম/জেডএস