টিকা নিলেন আরও সোয়া ২ লাখ মানুষ
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশে এ পর্যন্ত ২৩ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এদের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ এবং ৭ হাজার ৮৯ হাজার ৪৪২ জন নারী।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ লাখ ২৫ হাজার ২৮০ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন এবং নারী ৮৫ হাজার ৫০০ জন রয়েছেন।
বিজ্ঞাপন
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬ লাখ ৫৮ হাজার ৭৮০ জন। ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩ লাখ ৬ হাজার ১৮৩ জন। ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩ হাজার ৩৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ২২ হাজার ৪৪৫ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৬২ হাজার ৯৩২ জন, রংপুর বিভাগে ২ লাখ ১৪ হাজার ৩৮৫ জন, খুলনা বিভাগে ২ লাখ ৭৪ হাজার ৬৩৭ জন, বরিশাল বিভাগে ১ লাখ ১২ হাজার ১৬৮ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৪৭৪ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে এখনও তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
রাতে আসছে ২০ লাখ ডোজ টিকা
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বলেছেন, ২২ ফেব্রুয়ারি রাত ১১টা ১০ মিনিটে বিশেষ বিমানে ভারত থেকে ঢাকায় টিকা পৌঁছাবে। এই চালানে আসবে ২০ লাখ ডোজ টিকা।
তিনি বলেন, বিমানবন্দর থেকে আমাদের প্রতিনিধিরা এটা রিসিভ করে গাজীপুরের ওয়্যারহাউজে রাখবে। এরপর এখান থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলাতে বণ্টন করা হবে।
টিআই/জেডএস