রাজধানীর মতিঝিল থানার ফুটবল ফেডারেশনের মাঠের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯জুলাই) বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার ঢাকা পোস্টকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠের ভেতর থেকে অজ্ঞাতনামা যুবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান সে আগেই মারা গেছেন।

তিনি আরও বলেন, আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। প্রাথমিকভাবে তাকে দেখে মনে হয়েছে ভবঘুরে ও মাদকসেবী। অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

এসএএ/এসকেডি