ট্যুরিস্ট পুলিশের সব স্থাপনায় সবজি চাষ-চারারোপণ
সারাদেশে একযোগে সব স্থাপনায় পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং চারারোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় রাজধানীতে ট্যুরিস্ট পুলিশের অফিস প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ট্যুরিস্ট পুলিশের প্রশাসন ও মিডিয়া শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
উদ্বোধনের পর অতিরিক্ত আইজিপি অফিসের জন্য বরাদ্দ করা জমিতে বিভিন্ন সবজির বীজ বপন ও কাঁঠাল গাছের চারারোপণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াস শরীফ, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার প্রশাসন, পুলিশ সুপার অপস, পুলিশ সুপার লিগ্যাল মিডিয়া, পুলিশ সুপার লজিস্টিক, পুলিশ সুপার ট্রেনিং এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
এসময় অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের সব পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং চারারোপণ করছি। এই কর্মসূচি এক মাস ধরে চলমান থাকবে।
তিনি বলেন, জনসচেতনার লক্ষ্যে এই প্রথম আমরাই দেশে একযোগে এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি।
এ ব্যাপারে মিডিয়া শাখার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অতিরিক্ত আইজিপির নির্দেশে ট্যুরিস্ট পুলিশের সব রিজিয়ন ও জোনের পতিত ও পরিত্যক্ত স্থানে বিভিন্ন ধরনের শাক-সবজি, ফলজ চারারোপণ এবং পরিচর্যার বিষয়টি ফলো আপ নেওয়া হচ্ছে।
জেইউ/জেডএস