স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি শুয়ার্ড।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমান এদিন সন্ধ্যায় ঢাকা পোস্টকে বলেন, আজকে গতানুগতিক মিটিং হলো। নতুন সাক্ষাৎকার হলো, পরিচিতি পর্ব। তারপরেও দ্বিপাক্ষিক বিষয়তো থাকেই।
বিজ্ঞাপন
তবে বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়নি বলেও এদিন জানান তিনি।
এসএইচআর/জেডএস