নদী রক্ষা কমিশনের সদস্য হলেন কামরুন নাহার
সংগৃহীত ছবি
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদকে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১৩’ অনুযায়ী এই নিয়োগ পেয়েছেন তিনি।
আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন কামরুন নাহার।
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন মুজিবুর রহমান হাওলাদার। কমিশনে বর্তমানে একজন সার্বক্ষণিক সদস্য ও তিনজন অবৈতনিক সদস্য রয়েছেন।
বিজ্ঞাপন
এসএইচআর/এইচকে
বিজ্ঞাপন