ফ্রিজের কম্প্রেসারে গ্যাস ঢোকানোর সময় বিস্ফোরণে দগ্ধ তিন
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সার্ভিস সেন্টারে ফ্রিজের কম্প্রেসারে গ্যাস ঢোকানোর সময় বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছে। রোববার (৭ আগস্ট) রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা আসা হয়।
দগ্ধরা হলেন— মো. সাব্বির হোসেন (১৮), মোহাম্মদ ফয়সাল (২৬) ও মো. হাসান (১৯)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ফ্রিজের কম্প্রেসারে গ্যাস ঢোকানোর সময় বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে সাব্বির হোসেনের শরীরের ১২ শতাংশ, হাসানের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
এসএএ/এসএসএইচ