মহেশখালীতে তরুণীকে গণধর্ষণ, ঢাকায় আসামি গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালীতে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এমরানকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর বাড্ডা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।
তিনি জানান, গত ২০ জুলাই সকালে দিনমজুরের কাজের উদ্দেশে বাসা থেকে বের হন ভুক্তভোগী তরুণীর বাবা। একই দিন তরুণীর মা বেড়াতে যান বাবার বাড়িতে। দুপুর ২টার দিকে বাড়ির পাশের জঙ্গলে ওই তরুণীকে আটক রেখে তিন যুবক গণধর্ষণ করে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
এই ঘটনায় ভুক্তভোগীর মা কক্সবাজার জেলার মহেশখালী থানায় গত ২৫ জুলাই একটি মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
পরে র্যাব-১ এর একটি দল শনিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাড্ডা থানা সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবকের একজন এমরানকে গ্রেপ্তার করে।
এএসপি নোমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এমরান গণধর্ষণে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
জেইউ/এমএইচএস