বাড়ছে তাপমাত্রার পারদ
প্রায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। ফাল্গুনের মাঝামাঝিতে এসে যেন চৈত্রের আভাস মিলছে। দিনে গরমের ভাবটাও অনেক বেশি। আবার সহজেই মিলছে না বৃষ্টির আভাস। সব মিলিয়ে অনেকটা উত্তপ্ত হয়ে উঠছে দেশের আবহাওয়া পরিস্থিতি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এভাবে তাপমাত্রা বাড়তেই থাকবে। এখন পুরোটাই গরমের আবহ তৈরি হয়েছে। এ মাসে বৃষ্টির সম্ভাবনাও নেই। ধীরে ধীরে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ উপরে থাকবে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল পর্যন্ত ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৫ শতাংশ। আর বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.।
বিজ্ঞাপন
এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সিনপটিক অবস্থার বিষয়ে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
উল্লেখ্য, এ মাসের শুরুতে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল, মাসের শেষ দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চলতি সময়ে আপাতত এ সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। মার্চে হয়তো বৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন এ আবহাওয়াবিদ।
একে/ওএফ