ফেসবুকে নিষিদ্ধ খেলনা বিক্রি, গ্রেপ্তার ৬
ফেসবুক পেজের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন ধরনের ‘সেক্স টয়’ বিক্রি ও সেগুলো বাড়ি বাড়ি গিয়ে সরবরাহ করার অপরাধীদের শনাক্তে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এঘটনায় এরইমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি। প্রাথমিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এসময় বিপুল পরিমাণ সেক্স টয় জব্দ করা হয়েছে।
সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই ফেসবুকে সেক্স টয় বিক্রি এবং সরবরাহের কাজের সঙ্গে জড়িত ছিল। এবিষয়ে রোববার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশে সেক্স টয় আমদানি বা বিক্রির এখনো কোনো অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি একটি স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্তে সেক্স টয়ের বিষয়টি উঠে এলে এর বিরুদ্ধে অভিযান শুরু করে সিআইডিসহ পুলিশের বেশ কয়েকটি সাইবার ইউনিট।
বিজ্ঞাপন
২০২০ সালের জুলাইয়ে একটি মাদকচক্রকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে সেক্স টয়সহ রাজধানীর একটি অভিজাত শপিং সেন্টারের এশিয়ান স্কাইশপ আউটলেটের মালিক ছাড়াও আরও দুইজনকেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
এআর/জেডএস
বিজ্ঞাপন