চট্টগ্রামে সিডিএর উচ্ছেদ অভিযান, ভাঙা হচ্ছে ছয়তলা ভবন
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নকশা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা খালি করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খান কমপ্লেক্স নামে একটি ছয়তলা ভবন ভাঙার কাজ শুরু হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল সোয়া তিনটা পর্যন্ত। আগামীকাল সকাল থেকে এই কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিজ্ঞাপন
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর নেতৃত্বে অভিযান চলে। এসময় তিনি সাংবাদিকদের বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী ভবনের জায়গা অধিগ্রহণ করা হয়। ভবনটি খালি করতে দুই মাস আগে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী তাদের ক্ষতিপূরণের অর্ধেক টাকাও পরিশোধ করা হয়। কিন্তু ব্যবসায়ীরা না যাওয়ায় আজ উচ্ছেদ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা তাদের মালিকপক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা নিতে পারবেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, জায়গা খালি না হওয়ায় কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ দেওয়ানহাটে থমকে আছে।
তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। অনেক দোকানদার এখনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন দোকান মালিকরা।
কেএম/এমএইচএস