মিরপুরে ট্রাকের ধাক্কায় নিহত এক
রাজধানীর মিরপুরের কাফরুলে ট্রাকের ধাক্কায় আকাশ দাস (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে মারাত্মক আহত হয় আকাশ। পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি নারায়ণগঞ্জে একটি প্রিন্টিং প্রেসে কাজ করতেন। জেলার বন্দর থানার এনায়েতনগরের শন কুমার দাসের ছেলে।
বিজ্ঞাপন
প্রিন্টিং প্রেসের মালিক বিশ্বজিৎ বসাক ঢাকা পোস্টকে জানান, নিউজ লেটার দেওয়ার জন্য ফকিরাপুল যায় সে। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে মিরপুর যায়। সেখান থেকে আমাকে কল দিয়ে জানায় যে ওই মোটরসাইকেলে আবার ফিরে আসবে। আমি বললাম হিমাচলে আসলে একবারে নারায়ণগঞ্জ চলে আসতে পারবা। পরে আকাশ বলেছিল, ওই বাস পাওয়া যাচ্ছে না। তখন রাত ৮টা বাজে।
তিনি বলেন, রাত ১০টার দিকে ফোন দিলে আরেকজন ফোন রিসিভ করে বলে, পরে কল দেন। তখন চিন্তায় পড়ে গেলাম যে মোবাইল ছিনতাই হলো কি না। এরপর খবর আসে আকাশ পঙ্গু হাসপাতালে আছে। এসে দেখি সে আর নাই।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, ভাড়ায় চালিত (পাঠাও) মোটরসাইকেলের কোনো খোঁজ পাইনি। যে ট্রাকের ধাক্কায় আকাশ নিহত হয়েছে, সেই ট্রাক হেলপারসহ আটক করেছে কাফরুল থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র সরকারকে মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলেও ফোন ধরেননি।
ওএফ